আচরণবিধি মেনে প্রচারণার অঙ্গীকার ডা:জাহিদের

আসন্ন নির্বাচনে যত্রতত্র পোস্টার লাগানো থেকে বিরত থাকতে এবং নগরী পরিষ্কার রাখতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সাথে বৈঠক শেষে বিএনপির প্রার্থী ডা: জাহিদ হোসেন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে বলে মন্তব্য করেছেন ডা: জাহিদ হোসেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক শুনানি শেষে তিনি জানান, প্রার্থীদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শমূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার নির্দেশনার মধ্যে প্রধান বিষয়গুলো হলো:

আচরণবিধি পালন: নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্ধারিত আচরণবিধি ও প্রচার বিধি কঠোরভাবে অনুসরণ করা।

সঠিক সময়ে প্রচারণা: প্রচারণা কার্যক্রম যেন নির্দিষ্ট ও সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করা হয় সেদিকে লক্ষ্য রাখা।

নগর পরিচ্ছন্নতা: যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা না করার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ডা: জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, তাঁরা প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবেন। তিনি ইতিমধ্যে তাঁর কর্মী ও সমর্থকদের নির্দেশ দিয়েছেন যেন কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন না করা হয় এবং শহরের সৌন্দর্য বজায় রেখে প্রচারণা চালানো হয়।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে আচরণবিধি ও প্রচার বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা বলেছি আমরা তাঁদের সহযোগিতা করব। আমাদের কর্মী-সমর্থকদেরও আমরা সেই অনুযায়ী দিকনির্দেশনা দেব।

ইউরোলজি বিশেষজ্ঞ, এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি), এফসিপিএস (ইউরোলজি), এফআরসিপি (এডিন), ইউরোলজি বিশেষজ্ঞ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল ।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

যোগাযোগ

মতিহারা বাজার, নবাবগঞ্জ, দিনাজপুর